রাফ্ফ্লেসিয়া

কালের নিয়মে চলে যায় সব – ।।

চলে যায় সব পথ চলা –

চলে যায় যত পুরানো

       যত চেনা ম্যাড়মেড়ে একঘেয়ে জীবন ।

এই – দিন – ক্ষণ – মান – ঢেউ – যৌবন –

       তুমি- আমি – সময় ।।

       চলে যায় –

কালের নিয়মে চলে যায় সব ।।

এই চলে যাওয়া সিঁদুরে মেঘ –

        ওড়নার মতো

ভালোলাগা ছেড়ে গহন অরণ্য –

        এই ফেলে যাওয়া –

নায়াগ্রার মতো

        অবিরাম অবিরাম –

অথবা ব্যারেনের নাভীর মতো শোকার্ত ।।

তবু এক ছবি –

চলে যাওয়ার স্রোতে মাথা রেখে –

ঝিমধরা শরীরী অঘ্রান –

       স্তব্ধ রাফ্ফ্লেসিয়া –

তুমি – আমি – শ্রাবণ ।।

In PDF View

Or

Rafflesia

Leave a comment