আজ সারারাত – ঝমঝমিয়ে বৃষ্টি

অঝোর ধারা বৃষ্টি গোনা
     সন্ধ্যা আর আমি
মাঝখানেতে তিতির সোনা
     প্রাণ গিয়েছে থামি ৷৷
ওপারেতে মুক্ত আকাশ
     মেঘের আনাগোনা
এ-পারেতে মিটিমিটি
     উষ্ণ আদর ছোঁয়া,
ওপারেতে কান্না ভেজা
     বৃষ্টি মাদল গাওয়া ৷৷
এ-পারেতে মন খারাপি
     সিক্ত আগল খোলা
ওপারেতে বৃষ্টি ফোঁটায়
     বকুল গাঁথা মালা ৷৷
এ-পারেতে রাজপ্রাসাদী
     চুমকি জরি শাড়ী
রাত পোহালেই উড়ে যেও
     দূর সুদূরের পাড়ি ৷৷
শুধু আজ সারারাত তুমি আমি
     ঝমঝমিয়ে বৃষ্টি
শ্রাবন শেষে তিতির সোনা
     কবিতায় অনাসৃষ্টি ৷৷
Or

ক্যামেলিয়া

শ্রাবণ – মুখ তুলে আকাশ কে বলল –
আমাদের যদি মেয়ে হয় তার নাম রাখব বৃষ্টি …..

আর যদি ছেলে হয় –
শ্রাবণ একটু ভেবে বলল ………….
…..বাদল ।।

শ্রাবণ কানে কানে আকাশকে বলল
আজ যদি মেঘ জমে, তার নাম রাখব মিতু ।।
…….আর যদি ঝড় ওঠে …..
….তার নাম রাখব হৃদয় ।।

সেবার শ্রাবণ যাবার আগে আকাশের বুকে
মুখ গুঁজে অনেক কেঁদেছিল ।।

যাবার আগে বলে গেল –
মেয়ে বড় হলে তাকে আর বৃষ্টি বলে ডেকো না ।।
ওকে ডেকো ক্যামেলিয়া বলে ……..।।

If Bengali Not Come – Camelia

or

Camelia

কোমা – মমি

পৃথিবীর সব আলো নিভে গেলে –
ধুসর পান্ডুর চোখ করে আয়োজন
জনান্তিকে কালরাত্রি –
পাতায় পাতায় হিস্ হিস্ শব্দ ৷৷
তবু মৃত্যু ছেড়ে মরতে চাই না বড় …
ধ্বংসস্তুপে কোমার মত ৷৷
পিরামিড কর’ আয়োজন –
রক্তলেখা লিখে যাব’ আমি
মিঠেপানি নদীটির তীরে ৷৷
জমাট রক্তের মত
একদিন বেঁচেছিলে যখন
জীবনের ক্লেদাক্তও লাল হয়ে যেত ৷৷
কোনোদিন আর ঘুম ভাঙবে না জেনে
সেই ক্লেদাক্ত পাললিক মমি
                        রক্তলেখায় …..
            লিখে যাব আমি ৷৷

পরিযায়ী

এক উষ্ণতা আমি চুরি করে এনেছি
            রাত্রির  ওপার থেকে –
সেই কোন ভুলে যাওয়া মেঠো পথ ধরে
তিতিরের ডানার রঙে –
অনেক তারার মতো মুখ, কখনও ভীড় করে আসা
মিঠেপানি নদীটির কূল
            উজানে – আমার হারিয়ে যাওয়া
অনেক বাঁধনের থেকে….
কতশত ভালোবাসা আজ ভিখিরি জঠরের মত ৷
কেউ বা মোড় ঘুরেই হঠাৎ অদৃশ্য
কেউ বা মাটির রঙে মিশেগিয়ে ধুসর
কেউ বা ক্ষমাহীন ক্লান্তিহীন সমুদ্রের মতো
শুধুই ছলনায় বিবর্ণ –
কেবল ঢেউ, যাওয়া – আসা
                                    অথবা ……
আকাশের টানে – কখনও জোয়ার অথবা ভাঁটা ৷৷
সেই উষ্ণতা আমি চুরি করে এনেছি –
এই বেলা তুমিও সে উত্তাপ দুহাতে মেখে ৷৷
সময় হয়েছে আর এক রাত্রি আসার ৷৷