Bangla Kobita – Tin Rajar Galpo

“নাক কাটা রাজা রে
দেখ তোর কেমন সাজা রে।।”
ছোট বেলার এই গল্পটা আমরা সবাই পড়েছি। অল্প বিস্তর মনেও আছে নিশ্চয়। সেই যে এক রাজা ছিল – আর রাজার মনে ভারী হিংসা – টুনি – মানে টুনটুনির প্রতি। থাক বাকিটা মনে করুন – আমি বরং অন্য এক কবিতা শোনাই।

For more www.amarbanglakobita.com

It is a very nice poetry. Waiting for your opinion…

 

অদিতি কোনও কবিতা

অদিতি যদি কোনও কবিতা হত’ ৷৷
এভাবেও কি জন্ম দেওয়া যায় ?
            আচ্ছন্ন অনির্বাণ আর….
জীবনের ফেলে আসা রূপকথার ফুলশয্যা
এভাবেও কি জন্ম দেওয়া যায় ?
যদি অদিতি কোনও কবিতা হত’ !
আমার রক্ত দিয়ে রাঙানো আধুলি
বিক্রি করে দিত হাজার ডলার ৷
যদি অদিতি কোনও কবিতা হত’……..৷
রুদ্ধশ্বাস  রুদ্ধ কণ্ঠ –
আঢ়ষ্ঠ জিহ্বা – উদ্গত প্রাণ –
সময় শুধু অঙ্কের হিসাব ৷৷
                                    অদিতি –
অদিতি যদি ………………….৷৷
               ঘুমাও ..
ঘুমাও অদিতি ঘুমাও ৷
শিশিরের হাত ধরে – পাতাঝরা গান
– আর ঘুম পাড়ানি বিকেল –
তবু তো আমার মতো রক্তাক্ত নও তুমি –
ঘুমাও…. অদিতি ঘুমাও
তুমি তো কোনও কবিতা নও – ৷৷
or

আগুন চাই

অনেক হতাশার ভিড়ে এক আত্মীয়ের মুখের মত
জীবনের অনেক সময় ভিড় করে থাকে
     তোমার সহজ হাতছানিও তখন কঠিন করে ফেলি –
অনেক – অনেক হতাশার ভিড়ে
সেই আত্মীয় খুঁজে ফিরি ।।

 

তারা আসবে বলে আবিরে সোহাগে মাখামাখি
আদুরে আসনে বরন সাজাই ।।
প্রদীপ জাগ-হাড়ি পুরোহিত প্রসাদ
আমার অস্থিসজ্জায় হোম –
কিন্তু –
আগুন ?
     একটু আগুন পাই কোথায় ?

 

আগুন জ্বালাতে জ্বালাতে প্রস্তরযুগও পেরিয়ে এসেছি আমি
একটু আগুন যদি জ্বালিয়ে দাও –
     আমি হোম হতে পারি –
     ধুপ হতে পারি –
আমি তুবড়ির মত আনন্দ দিতে পারি –
একটু আগুন –
একটু আগুন যদি জ্বালিয়ে দাও ।।

In PDF View

Or

Agun_Chai